top of page

নতুন প্যাক হাউস তৈরির জায়গা পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা

মালদায় অত্যাধুনিক প্যাক হাউস তৈরির পরিকল্পনা নিয়ে প্রশাসনিক কর্তা, উদ্যানপালন দফতর, এক্সপোর্টার্সদের সঙ্গে বৈঠক করলেন জেলাশাসক। বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির একটি প্রতিনিধি দলও। বৈঠক শেষে প্রশাসনিক কর্তারা মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারে প্যাক হাউস তৈরির জায়গা পরিদর্শন করেন।



প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মালদায় যে প্যাক হাউস রয়েছে তাতে খরচ অনেকটা বেশি হয়ে দাঁড়াচ্ছে। যে জায়গায় প্যাক হাউস রয়েছে, সেখানে যাতায়াতের রাস্তাও ভাল নয়। জেলার মূল বাজার থেকে অনেক দূরে রয়েছে প্যাক হাউস থাকায় সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণেই নিয়ন্ত্রিত বাজার চত্বরে প্যাক হাউস তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীদের যেমন অনেকটা সুবিধে হবে। তেমনই বিদেশে আম পাঠাতে খরচও কম হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page