Search
ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ, গাফিলতির অভিযোগ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 15, 2021
- 1 min read
ভ্যাকসিন না পেয়ে টিকাকরণ কেন্দ্রে বিক্ষোভ উপভোক্তাদের। বিক্ষোভের জেরে মিলিয়ে যায় করোনা বিধিনিষেধ। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে।
রাজ্য জুড়ে ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকাকরণের কাজ শুরু হয়েছে। টিকাকরণ চলছে মালদা জেলাতেও। অভিযোগ, হরিশ্চন্দ্রপুরের ১৮ থেকে ৪৫ বছর বয়সীরা আজ গ্রামীণ হাসপাতালে টিকা নিতে যান। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পর শুধুমাত্র ৪৫ বছরের বেশি উপভোক্তাদের টিকাকরণ হবে বলে পোস্টার লাগিয়ে দেয় কর্তৃপক্ষ। এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বাকি উপভোক্তারা।
তাঁদের দাবি, কার্যত লকডাউনে এমনিতেই টিকাকরণ কেন্দ্রে আসা মুশকিল হয়ে যাচ্ছে। মোটা টাকা খরচ করে এখানে আসার পর ফিরে যেতে হচ্ছে। কর্তৃপক্ষের গাফিলতির জন্য সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। এদিকে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকা না আসায় টিকাকরণের কাজ শুরু হয়নি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments