বাড়ছে সংক্রমণ অথচ গ্রামে গ্রামে ফাঁকা করোনা পরীক্ষার ক্যাম্প
বেড়ে চলেছে করোনা সংক্রমণ৷ গত ২৪ ঘণ্টায় মালদা মেডিকেল কলেজে লালা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে৷ তবে এখনও পর্যন্ত অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পাওয়া যায়নি৷ রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে জেলায় করোনা সংক্রমিতের সংখ্যা ৩,৫৮৫৷ সংক্রমণে রাশ টানতে জেলা জুড়ে টেস্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ লালারস পরীক্ষার সঙ্গে বাড়ানো হয়েছে অ্যান্টিজেন টেস্টও৷ কিন্তু গ্রামাঞ্চলগুলিতে সেভাবে মানুষের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না৷ সেই ছবি ধরা পড়ছে গোটা জেলা জুড়েই৷
গতকাল রেকর্ড সংক্রমণের পর আজ কিছুটা স্বস্তিতে জেলাবাসী৷ গত ২৪ ঘণ্টায় মালদা মেডিকেল কলেজের আরটিপিসিআর মেশিনে লালারস পরীক্ষায় মাত্র ৬৬ জনের নমুনায় করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ এর মধ্যে ১৭টি রিপিট টেস্ট৷ অর্থাৎ নতুন সংক্রমণের সংখ্যা ৪৯৷ এই সময়ের মধ্যে জেলায় আর কোনও মৃত্যুর খবর এসে পৌঁছোয়নি৷ কিন্তু গতকালের সংক্রমণের সংখ্যা এখনও মাথা থেকে বের করতে পারছে না কেউ৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, টেস্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সংক্রমিতের সংখ্যাও বাড়ছে৷ তবে এভাবেই সংক্রমণের রাশ টানা যেতে পারে৷
ট্র্যাকিং, ট্রেসিং অ্যান্ড টেস্ট৷ আপাতত করোনার রাশ টানতে জেলা প্রশাসনের মূল অস্ত্র৷ তার ভিত্তিতে খোদ জেলাশাসকের নির্দেশে পুর এলাকার সঙ্গে প্রতিটি ব্লকে শুরু হয়েছে রাপিড অ্যান্টিজেন টেস্ট৷ কিন্তু সচেতনতার অভাবে মানুষ পরীক্ষাকেন্দ্রগুলিতে উপস্থিত হচ্ছে না৷ এর আগে মানিকচকের এনায়েতপুর গ্রামপঞ্চায়েতে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছিল৷ কিন্তু সেখানে একজনও পরীক্ষার জন্য আসেননি৷ মাঠে নামতে হয় পঞ্চায়েত প্রধানকে৷ কিন্তু তাঁর হস্তক্ষেপেও কেউ করোনা পরীক্ষা করাতে আসেনি৷ ফলে শূন্য হাতেই ফিরে যেতে হয় স্বাস্থ্যকর্মীদের৷ এনিয়ে প্রশাসনের অন্দরমহলেও প্রশ্ন ওঠে৷ আজ পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতেও প্রায় এক ছবি ধরা পড়েছে৷ মূলত করোনা ভীতি থেকেই মানুষ পরীক্ষা থেকে দূরে থাকছে বলে মনে করা হচ্ছে৷ পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন গ্রামপঞ্চায়েতগুলিকে সচেতনতা প্রচারে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে৷
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
টপিকঃ #CoronaVirus
תגובות