তৃণমূলি কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ
এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদ করায় তৃণমূল কাউন্সিলরের স্বামী সহ স্থানীয় বাসিন্দাকে মারধরের অভিযোগ কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের স্বামী বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের ২৭ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া এলাকায়।
আক্রান্ত তৃণমূলি কাউন্সিলরের স্বামীর নাম জয়ন্ত কুমার বোস (৩২)। আক্রান্ত হয়েছেন স্থানীয় এক ব্যবসায়ী রতন দাসও। স্থানীয় বাসিন্দা ও রতনবাবুর অভিযোগ, কিছুদিন ধরে ঝলঝলিয়া বাজার সংলগ্ন এলাকায় মদের আসর বসছিল। এনিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদদ করেছিলেন। গতকাল রাত একটা নাগাদ ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ভাই উত্তম দাস দলবল নিয়ে স্থানীয় এক ব্যবসায়ী রতন দাসের দোকানে যান। তাঁকে মারধর করেন। আজ দুপুরে এনিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেন। সেই সময় স্থানীয় কাউন্সিলর পূজা দাসের স্বামীকেও মারধর করা হয়। এনিয়ে রতনবাবু ও পূজাদেবী ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি নিয়ে কিছু জানা নেই বলে দাবি করেছেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
留言