শহরের মাঝে যুবককে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ
ছুরি মেরে যুবককে খুনের চেষ্টার অভিযোগ মালদা শহরে। আক্রান্ত যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আক্রান্ত যুবকের নাম সামিউল শেখ (২৩)। বাড়ি ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামিউল রথবাড়ি এলাকায় একটি গ্যারেজে কাজ করতেন। গতকাল রাতে গ্যারেজ থেকে বেরোনোর পর বাড়ি যাচ্ছিলেন সামিউল। অভিযোগ, সেই সময় কেউ বা কারা সামিউলের ওপর হামলা চালায়। তাঁর পেটে এলোপাতাড়িভাবে ছুরির কোপ মারা হয়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা সামিউলকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সামিউল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments