শাসকদলের জেলা সভানেত্রীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ
অঞ্চল সভাপতির পদ দেওয়া ও আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী পদ দেওয়ার জন্য তোলাবাজির অভিযোগ শাসকদলের জেলা সভানেত্রীর বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন দলেরই ব্লক সভানেত্রী। তোলাবাজিতে সামিল হতে পেরে রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রীর কাছে পদত্যাগ দিয়েছেন ব্লক সভানেত্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদায়।
পুরাতন মালদা ব্লকের মহিলা তৃণমূলের সভানেত্রী রোজিনা খাতুনের অভিযোগ, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করার নাম করে ও অঞ্চল সভাপতির পদ পাইয়ে দেওয়ার নামে তাঁকে টাকা তুলতে বলছেন। কিন্তু তিনি এই তোলাবাজিতে রাজি নন। বিষয়টি তিনি একাধিকবার জেলা নেতৃত্বকে জানিয়েছেন, কিন্তু কোনো ফল না হওয়ায় তিনি রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে নিজের পদত্যাগ পাঠিয়েছেন।
মালদা জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি জানান,
ব্লক সভানেত্রী প্রায় এক বছর ধরে দলের সঙ্গে যোগাযোগ রাখেন না। এনিয়ে তাঁরা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয় জানিয়েছেন। এখন পঞ্চায়েত নির্বাচনের আগে এসব ঢাকা দিতেই ব্লক সভানেত্রীর তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments