ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনির অভিযোগ মালদায়
ছেলেধরা সন্দেহে ফের গণপিটুনির অভিযোগ মালদায়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মুচিয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ক্ষিপ্ত জনতার হাত থেকে দুই মহিলা ও শিশু সহ মোট পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পুলিশের তরফে গুজবে কান না দিয়ে পুলিশে অভিযোগ জানাতে প্রচার শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে দুই মহিলা, এক কোলের শিশু সহ মোট পাঁচজন মুচিয়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। এরপরেই ছেলেধরা সন্দেহে ওই দলকে ধরে ফেলে স্থানীয় লোকজন। এলাকায় ছেলেধরার দল ধরা পড়েছে বলে নিমেষে খবর চাউর হয়ে যায়। এরপরেই চলতে থাকে গণপিটুনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ। ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই দলকে উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশকর্মীরা। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments