কাকিমা-ভাইপোর অবৈধ সম্পর্কের অভিযোগ, মহিলার চুল কেটে ‘শাস্তি’ স্থানীয়দের
কাকিমা-ভাইপোর অবৈধ সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ইংরেজবাজারের পুরাটুলি এলাকায়। অভিযোগ, অবৈধ সম্পর্কের জেরে তিনদিন আগে আত্মহত্যা করেছেন যুবক। আজ ওই কাকিমাকে এলাকায় দেখতে পেয়ে ঘেরাও করে চুল কেটে ‘শাস্তি’ দেন এলাকার লোকজন। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কাকিমা ও ভাইপোর অবৈধ সম্পর্কের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ নিয়ে পরিবারে একাধিকবার ঝামেলা হয়েছিল। পরিবারের অভিযোগ, এনিয়ে মানসিক অবসাদে ভুগছিল ওই যুবক। তিনদিন আগে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করে সে। এই ঘটনার পর থেকে কাকিমাকে এলাকায় দেখা যায়নি। আজ সকালে এলাকায় নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা কাকিমাকে আটক করে চুল কেটে দেয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। ক্ষিপ্ত এলাকাবাসীর হাত থেকে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশকর্মীরা।
ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments