চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ
প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে মেডিকেল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ।
মৃত প্রসূতির নাম অনিমা সাহা (২৭)। বাড়ি ইংরেজবাজার ব্লকের বাহান্নবিঘা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাতে অনিমাদেবীকে মালদা মেডিকেলে ভরতি করা হয়। রাতে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ, পরদিন থেকে তাঁর পেট ফুলতে শুরু করে। যন্ত্রণা বাড়তে থাকলে সোমবার রাতে ফের অস্ত্রোপচার হয় তাঁর। এরপর থেকে অনিমাদেবীর সঙ্গে আর কাউকে দেখা করতে দেওয়া হয়নি। আজ বেলা এগারোটা নাগাদ অনিমাদেবীকে মৃত বলে ঘোষণা করা হয়।
অনিমাদেবীর এক আত্মীয় পপি পাল জানান,
রবিবার রাতে কন্যা সন্তানের জন্ম দেন অনিমা। পরদিন অনিমার পেট ফুলে যন্ত্রণা শুরু হয়। পরিস্থিতি খারাপ আরও হলে অনিমাকে ফের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আর অনিমার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আজ কর্তৃপক্ষ অনিমাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসায় গাফিলতির কারণে অনিমার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে আমরা মেডিকেলে লিখিত অভিযোগ জানাচ্ছি।
মেডিকেল সুপার প্রসেনজিৎ বর জানান, “এনিয়ে এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários