top of page

হাটের জায়গা নিয়ে বিবাদ, প্রাক্তন প্রধানকে খুনের অভিযোগ

ইংরেজবাজারের পর কালিয়াচক। কালিয়াচকের পর এবার রতুয়ার সামসীতে পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে খুনের অভিযোগ। হাটে সবজির দোকান বসানোকে কেন্দ্র করে বচসা থেকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে একজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


নিহত পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের নাম মুসলিম সবজি (৭৫)৷ বাড়ি রতুয়ার দেবীপুর গ্রামের কাঁঠালবাড়ি এলাকায়। তিনি পেশায় ছিলেন সবজি বিক্রেতা৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামসীতে প্রতি বৃহস্পতিবার হাট বসে। জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা সেখানে অস্থায়ীভাবে নিজেদের পসরা সাজিয়ে বসেন। সবজির পসরা বসানো নিয়ে অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে বিবাধ বাঁধে মুসলিমের। অভিযোগ, বচসা চলাকালীন হঠাৎ রুহুল ও কেলটু নামে স্থানীয় দুই যুবক তাঁকে মারধর শুরু করে। বুকে ঘুসির আঘাতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুসলিম। অন্যান্য ব্যবসায়ীরা মুসলিমকে উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



ঘটনার প্রত্যক্ষদর্শী আনসারি আলম জানান, আমি নিজের পসরা সাজাতে ব্যস্ত ছিলাম। খানিক দূরে তখন কেলটু আর রুহুলের সঙ্গে হাটের জায়গায় ত্রিপল বিছানো নিয়ে ঝামেলা চলছিল৷ তারপরেই শুনি, মুসলিম মরে গিয়েছে৷


মুসলিমের পরিবারের অভিযোগ, গত সপ্তাহেও হাটে এসে দুষ্কৃতীদের সঙ্গে ঝামেলা হয়েছিল মুসলিমের৷ দুষ্কৃতীরা তাঁকে মারধরও করে৷ সেকথা তিনি সামসী রেগুলেটেড মার্কেটের কমিটিকে জানিয়েছিলেন৷ কিন্তু কর্তৃপক্ষ দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি৷ দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েই প্রাণ হারিয়েছেন তিনি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page