top of page

তৃণমূলি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। প্রতিবাদ করায় গৃহবধূর পরিবারের লোকজনকে মারধরের অভিযোগও তুলেছেন ওই মহিলা। এনিয়ে ইতিমধ্যে স্থানীয় থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। পালটা ওই নেতার পরিবারের লোকজনও পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গাজোল থানা এলাকায়।


৩৩ বছর বয়সী নির্যাতিতা ওই বধূ জানান, স্বামী কেরালায় কাজ করছেন৷ বাচ্চাকে নিয়ে আমি একাই থাকি৷ রবিবার রাত ১০টা নাগাদ ওই তৃণমূল নেতা ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরে৷ প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে আমাকে ধর্ষণ করে৷ প্রথমে সন্তানের নিরাপত্তার কথা ভেবে চুপ করে থাকলেও পরে চিৎকার শুরু করি৷ চিৎকার শুনে পাশের বাড়ি থেকে কাকাশ্বশুর ও দেওর ছুটে আসেন৷ তারা ওই নেতাকে ধরে ফেলে৷ এরই মধ্যে ওই নেতা ফোন করে তার লোকজনকে খবর দেয়৷ কিছুক্ষণের মধ্যেই ওই নেতার পরিবারের লোকজন আমাদের বাড়িতে চলে আসে৷ কাকাশ্বশুর আর দেওরকে মারধর করে তারা ওই নেতাকে নিয়ে চলে যায়৷ এই ঘটনা নিয়ে আমি পঞ্চায়েত সদস্য সহ মোট ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি৷


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

এদিকে, এই ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের স্ত্রী পালটা থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, স্বামীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। রাজনৈতিক আক্রোশবশত ওই মহিলার পরিবারের লোকজন ভাসুরের ছেলেকে মারধর করেছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page