স্ত্রী-সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
স্ত্রী ও সন্তানকে বিক্রি করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় প্রথমে পুলিশে নিখোঁজের অভিযোগ দায়ের করা হলেও পুলিশের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি পরে পুলিশসুপারের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও কাজ করছে না বলে অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন। ঘটনাটি কালিয়াচকের।
নিখোঁজ যুবতির নাম তানজুরা বিবি। তানজুরা বিবির মা আজেয়া বিবির অভিযোগ, কালিয়াচকের জালুয়াবাথালের বাসিন্দা আসিফ শেখের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেয়ের ওপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। মেয়েকে শ্বশুরবাড়িতে রাখতে মোটা অঙ্কের টাকা ও জমিও নেয় আসিফের পরিবারের লোকজন। এরপর আসিফ ভিনরাজ্যে কাজে চলে যায়। এক মাস পরে আসিফ স্ত্রী ও কন্যাসন্তানকে ভিনরাজ্যে ডেকে পাঠায়। সেখানে যাওয়ার পর থেকে আর মেয়ের সঙ্গে যোগাযোগ হয়নি। আসিফের বাড়িতে মেয়ের খোঁজ নিতে এসে জানতে পারি মেয়ে নিখোঁজ রয়েছে। এরপরেই কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করি। কিন্তু পুলিশ কোনও উদ্যোগ নেয়নি। গত মাসের ২ তারিখে পুলিশসুপারের কাছেও অভিযোগ জানিয়েছি কিন্তু কোনও ফল মেলেনি। আমাদের ধারণা, মেয়ে ও সন্তানকে পাচার করে বিক্রি করে দেওয়া হয়েছে। এখনও মেয়ের খোঁজে সরকারি দফতরে ছুটে বেড়াচ্ছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Opmerkingen