পুলিশের মোবাইল নম্বর ব্যবহার করে পুরস্কার ঘোষণা, তদন্তে পুলিশ
ইংরেজবাজার থানার আইসির অফিসিয়াল মোবাইল নম্বর ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ উঠল। এনিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা পুলিশ মহলে।
আইসি মদনমোহন রায় বলেন, তিনি বিশেষ কাজে যাচ্ছিলেন। তখনই তাঁর মোবাইলে এরকম একটি তথ্য তিনি দেখতে পান। সোশ্যাল মিডিয়ায় চারজনের ছবি ও নাম সহ যে তথ্য লিখে ছাড়া হয়েছে সেটি হল, আমাদের সুস্থ সমাজের এই লোকগুলি হল বড়ো ক্রিমিনাল শয়তান তোলাবাজ ল্যান্ড-মাফিয়া। এরা বিহার ঝাড়খণ্ড থেকে বহু ক্রাইম, লুঠ, চিটফান্ড করে। মালদায় একজন নেতার ছত্রছায়ায় থেকে আমাদের সমাজের বহু মানুষের উপর দিনের-পর-দিন নির্বিচারে অত্যাচার করেছে। এরা গায়ের এবং অস্ত্রের জোরে আপনাদের বাড়ির ছেলেগুলোকে বিভিন্নভাবে ক্রিমিনালে পরিণত করছে। তাই সকলে সাবধান হোন। বহু কেসে এদের পুলিশ, সিআইডি খুঁজছে। যারা এদের খোঁজ দেবে তাঁদের সাত লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। এর সঙ্গে যোগাযোগের জন্য তাঁর মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এই তথ্য ভুল। পুলিশের পক্ষ থেকে এধরণের কোনও পোস্ট করা হয়নি। বিষয়টি নিয়ে তাঁরা সাইবার ক্রাইমের সঙ্গে যোগাযোগ করেছেন।
[ আরও খবরঃ উধাও বিজেপির প্রচারের ট্যাবলো, পুলিশে অভিযোগ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments