top of page

মোথাবাড়িতে পেয়ারার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ

পেয়ারার লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল মোথাবাড়িতে। নির্যাতিতা শিশু বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ নির্যাতিতা শিশুর পরিবারের। মহরমের দিন ঘটনাটি ঘটেছে মোথাবাড়ির মেহেরাপুর এলাকায়।


Allegations-of-child-rape-showing-guava-greed-in-malda
নির্যাতিতা শিশু বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। প্রতীকী ছবি

নির্যাতিতা শিশুর পরিবারের অভিযোগ, মহরমের দিন বাড়ির সকলে মেলায় গিয়েছিল। সেই সময় সরিফুল মোমিন (৪৫) নামে এক ব্যক্তি আট বছরের ওই শিশুকে পেয়ারার লোভ দেখিয়ে পুরোনো বাড়িতে নিয়ে যায়। সেখানেই ওই শিশুকে ধর্ষণ করে সরিফুল। বিষয়টি কাউকে জানালে ওই শিশুকে প্রাণে মারার হুমকিও দেয় সরিফুল। রাতে যন্ত্রণায় চিৎকার করতে থাকলে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। রাতেই তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সকালে পরিবারের লোকজন সরিফুলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। গতকাল রাতে শারীরিক অবস্থার অবনতি হলে ওই শিশুকে মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে।


পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেফতার করছে না। অবিলম্বে দোষীকে গ্রেফতার করে শাস্তির আবেদন জানাচ্ছেন পরিবারের লোকজন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page