top of page

আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ গ্রেফতার ২

গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল ভূতনি থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভূতনি থানার পুলিশ ঝাড়খণ্ড সীমান্তের গদাই চরে হানা দেয়৷ ওই চর থেকে গ্রেফতার করা হয় দুই অস্ত্র কারবারিকে৷ ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় তিনটি পাইপগান ও আট রাউন্ড কার্তুজ। ধৃতদের নাম রামসুরত চৌধুরি ওরফে রামসুরত সিং (৩২) ও রাজিন্দর মাহাতো (৩৫)৷ রামসুরতের বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার তালঝারি থানা এলাকায়। রাজিন্দরের বাড়ি গদাই চরেই৷ ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতরা কোথা থেকে আগ্নেয়াস্ত্রগুলি সংগ্রহ করেছিল, সেই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে কী করার পরিকল্পনা ছিল তা জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা।


Arrested-with-firearms-fresh-cartridges-2
ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় তিনটি পাইপগান ও আট রাউন্ড কার্তুজ



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page