top of page

জমি বিবাদের জেরে শ্লীলতাহানির অভিযোগ

জমি বিবাদের জেরে মারধর সহ শ্লীলতাহানির অভিযোগ ইংরেজবাজারে। অসহায় ওই পরিবার সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Demand to vacate the chanchal school field

ইংরেজবাজার থানার নরহাট্টা এলাকায় বসবাস ওই পরিবারের। স্থানীয় লিচু মোরে তাঁদের ৩৩ শতক জমি রয়েছে। অভিযোগ, সেই জায়গার দখল নিতে চাইছে ছোটন সাহা। এই নিয়ে মাঝে মধ্যেই তাঁদের বাড়িতে চড়াও হয়ে হুমকি দেয় ছোটন। আজ সদলবলে ছোটন তাঁদের পরিবারের উপর হামলা চালায়। মহিলাদেরও মারধর করে শ্লীলতাহানি করা হয়ে বলে অভিযোগ। পরিবারের লোকজন আজ সমস্ত ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

תגובות


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page