top of page

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মানসিক ভারসাম্যহীন যুবতিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ এক তৃণমূলকর্মীর বিরুদ্ধে। পরিবারের লোকজন বিয়ের কথা বললে ওই তৃণমূল কর্মী প্রাণে মারার হুমকি দিয়েছেন বলেও দাবি করেছেন নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ওই তৃণমূলকর্মীকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যদিও টাকা দাবি করে না মেলায় ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূলকর্মীর পরিবার।


অভিযোগ, হরিশ্চন্দ্রপুরের বড়ুই অঞ্চলের এক তৃণমূল কর্মী পাশের গ্রামের এক যুবতিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চার মাস আগে লাগাতার ধর্ষণ করে। কয়েকদিন আগে পরিবারের লোকজন বিয়ের কথা বললে ওই তৃণমূলকর্মী মেয়ের পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। এলাকার তৃণমূল নেতারা বিষয়টি শালিসি সভায় মিটিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তবে পরিবারের লোকজন সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন।



এদিকে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page