top of page

শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ইংরেজবাজারে

Updated: Sep 12, 2020

ইংরেজবাজারের একটি বেসরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে অভিযুক্ত শিক্ষকের নাম শেখ এক্রামুল। শিক্ষকের বাড়ি মানিকচক থানার মথুরাপুর এলাকায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ইংরেজবাজার থানার মিলকিতে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।



এদিন ইংরেজবাজার থানার মিলকি এলাকার একটি বেসরকারি আবাসিক স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে সপ্তম শ্রেণিতে পাঠরত এক ছাত্রের সাথে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন অভিভাবকেরা। এরপর সকাল থেকেই স্কুলে ভাঙচুর চালান অভিভাবকেরা। এরপর স্কুল থেকে আবাসিক ছাত্রদের জিনিসপত্র নিয়ে চলে যান অভিভাবকেরা। এদিকে সবকিছু জানতে পেরে স্কুল থেকে পলায়ন করে অভিযুক্ত শিক্ষক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্তলে আসে মিলকি ফাড়ির পুলিশ।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page