top of page

সংখ্যালঘু হয়েও কেন বিজেপিতে? প্রাণনাশের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মণ্ডল সভাপতি। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলের আশাপুরে।


জানা গিয়েছে, দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নিতে আশাপুর থেকে চাঁচলে আসছিলেন ১১ নম্বর জেলাপরিষদের সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি তাজিমুল হক৷ অভিযোগ, সেই সময় রাস্তায় তাঁকে আটকে তৃণমূলের কিছু দুষ্কৃতী, মুসলিম হয়েও কেন তিনি বিজেপির হয়ে কাজ করছেন তা জানতে চায়। তিনি যদি বিজেপি ছেড়ে তৃণমূলের হয়ে কাজ না করেন তবে তাঁকে খুন করা হবে বলেও হুমকি দেয় ওই দুষ্কৃতীরা।


ঘটনাপ্রসঙ্গে বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি ফিরোজ রহমান বলেন, চাঁচল বিধানসভা কেন্দ্রের ১১ নম্বর মণ্ডল সভাপতি তাজিমুল হককে তৃণমূলের দুষ্কৃতীরা প্রাণনাশের হুমকি দিয়েছে৷ তৃণমূল রাজনীতির সঙ্গে ধর্মকে জুড়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।



চাঁচল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি৷ এর আগেও তৃণমূলের লোকজন বিজেপির সংখ্যালঘু সমর্থকদের মারধর করেছে৷ তৃণমূলের লোকজন বিজেপির সংখ্যালঘু ভাইদের হুমকি দিচ্ছে। ভয় দেখিয়ে বিজেপিকে হারানো যাবে না।



চাঁচল ১ ব্লক তৃণমূল সহ সভাপতি দেবব্রত সিংহ বলেন, এসব সংস্কৃতি তৃণমূলের নয়৷ চাঁচল কেন্দ্রে নিশ্চিত হার বুঝতে পেরেই বিজেপি এসব ভিত্তিহীন অভিযোগ তুলছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page