top of page

ছেলের সামনে স্ত্রীকে ছুরি মেরে খুন, অভিযুক্ত স্বামী

ছেলের সামনে স্ত্রীকে ছুরি মেরে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রতুয়া ২ ব্লকের আড়াইডাঙা এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে মৃতের স্বামীকে আটক করেছে পুলিশ।


Alleged murder by stabbing wife in Ratua
রাতে ঘটনাস্থলে যায় পুখুরিয়া থানার পুলিশ। প্রতীকী ছবি

মৃত গৃহবধূর নাম স্মৃতিকুমারী মণ্ডল (২৮)৷ জানা গিয়েছে, কয়েক বছর আগে হরিশ্চন্দ্রপুর থানার ফতেখানি গ্রামের বাসিন্দা পঙ্কজকুমার মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়৷ গতকাল রাতে স্ত্রী ও ছেলেকে নিয়ে আড়াইডাঙা গ্রাম থেকে তাঁরা বাড়ি ফিরছিলেন৷ অভিযোগ, আড়াইডাঙা মোড় থেকে সামান্য দূরে নাবালক ছেলের সামনেই ছুরি দিয়ে মেরে খুন করা হয় স্মৃতিদেবীকে৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুখুরিয়া থানার পুলিশ৷



পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। আটক করা হয়েছে মৃতের স্বামীকে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page