সরকারি লাইব্রেরি বাঁচাতে জমি দখলের চেষ্টা চাঁচলে
সরকারি লাইব্রেরির জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে খোদ প্রশাসকের বিরুদ্ধে৷ যিনি ওই জমি কিনেছেন তিনি ওই জমিতে অবৈধভাবে নির্মাণকাজ শুরু করেছেন। একাধিকবার বিষয়টি জানিয়েও ওই বেআইনি নির্মাণ বন্ধ করতে না পেরে প্রশাসনের নজর কাড়তে আজ এলাকার কিছু ব্যবসায়ী সরকারি মাঠের জমি জবরদখল করার চেষ্টা করে৷ শেষ পর্যন্ত মহকুমাশাসক ও চাঁচল থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ বন্ধ করে দেওয়া হয় অবৈধ নির্মাণ৷ এনিয়ে আজ সকাল থেকে উত্তেজনা ছড়ায় চাঁচলে৷
চাঁচল পোস্ট অফিস পাড়ায় শতাধিক বছরের প্রাচীন কুমার শিবপদ ক্লাব ও লাইব্রেরি৷ সরকার গঠিত একটি ট্রাস্ট এই লাইব্রেরির রক্ষণাবেক্ষণ করে৷ লাইব্রেরির খরচ চালানোর জন্য দীর্ঘদিন আগে এই জমিতে ৬৬টি দোকানঘর নির্মিত হয়৷ ২০১৭ সালে নতুন কমিটি গঠন করে চাঁচল ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সুমিত সরকারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়৷ অভিযোগ, সুমিতবাবু এই লাইব্রেরির জমির একটি অংশ মোটা অংকের টাকার বিনিময়ে স্থানীয় এক ব্যবসায়ী অভিষেক পাণ্ডের কাছে বিক্রি করে দিয়েছেন৷
অভিষেকবাবু সেই জায়গায় স্থায়ী নির্মাণ কাজও শুরু করে দিয়েছেন৷ এলাকার মানুষজন বেশ কয়েকবার অভিষেকবাবুকে নির্মাণ কাজ বন্ধ রাখার আবেদন জানান৷ কাজ হয়নি৷ তাই আজ ওই মাঠ জবরদখল করতে নেমে পড়েন স্থানীয়রা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমাশাসক ও চাঁচল থানার পুলিশ। মহকুমাশাসক সঞ্জয় পাল বলেন, আপাতত নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে৷ আগামী ১৪ তারিক ব্লক অফিসে এনিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে৷ আমরা প্রশাসনিক নিয়মমতো গোটা ঘটনা খতিয়ে দেখছি৷
[ আরও খবরঃ মালদায় শুরু হল ভ্যাকসিন ট্রায়াল ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments