নির্বাচনি প্রচারে যেতে রাজি না হওয়ায় মারধরের অভিযোগ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 26, 2021
- 1 min read
নির্বাচনি প্রচারে না যাওয়ায় স্কুল পড়ুয়াকে হাতুড়ি দিয়ে মেরে মাথা ফাটানোর পাশাপাশি প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজোলের পশ্চিম কসবা এলাকায়। স্কুলপড়ুয়া বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আক্রান্ত স্কুল পড়ুয়া ছাত্রের নাম জয়রাম সরকার। আক্রান্তের কাকা সুকুমার সরকার জানান, বৃহস্পতিবার সন্ধেয় ভাইপো জয়রাম সরকারকে ফোন করে বাড়ি থেকে ডেকে নির্জন এলাকায় নিয়ে যায় বলরাম সরকার। সেখানে জয়রামকে মদ খাওয়ানো হয়। বাড়ি যাওয়ার কথা বলায় পেছন থেকে জয়রামের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। পকেট থেকে চাকু বের করে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলরাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে। বর্তমানে সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সুকুমারবাবুর আরও অভিযোগ, বলরাম সরকার একজন টিএমসি কর্মী। কিছুদিন থেকেই জয়রামকে তাদের দলের হয়ে প্রচারের কাজের জন্য চাপ সৃষ্টি করছিল বলরাম। কিন্তু জয়রাম দলের হয়ে কোনও কাজই করতে রাজি হয়নি। সেই কারণেই হয়তো এই ঘটনা ঘটেছে।
[ আরও খবরঃ দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, মৃত তিন সিভিক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments