আমফানের ঝাপটায় ক্ষতির মুখে ৩৮ হাজার মেট্রিক টন আম
রাজ্যে তাণ্ডব চালিয়েছে আমফান। জেলায় তেমন ঝড় না হলেও বৃষ্টি হয়েছে। আমফানের প্রভাবে বৃষ্টিতেই প্রায় ২৮ হাজার মেট্রিকটন আমের ক্ষতির আশঙ্কা করছে জেলা উদ্যান পালন দফতর। আমচাষের পাশাপাশি বৃষ্টিতে ক্ষতি হয়েছে ধান, লিচু ও সবজি চাষেও। সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলেও আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা উদ্যানপালন দফতর সূত্রে জানা গিয়েছে, এবছর মালদা জেলায় আম উৎপাদনের সম্ভাবনা ছিল প্রায় আড়াই লাখ মেট্রিক টন৷ বৃষ্টি ভালো হওয়ায় আমের ফলনও বেশ ভালো হয়৷ তবে আমফানের ঝড়ে আমের বেশ ক্ষতি হয়েছে৷ এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ৩৮ হাজার মেট্রিক টন আম ঝরে গিয়েছে। পাশাপাশি ক্ষতি হয়েছে লিচু চাষেও। এবছর জেলায় ১৫ হাজার মেট্রিকটন লিচু চাষের সম্ভাবনা ছিল। ঝড়ের প্রভাব পড়েছে লিচু চাষেও। তবে ঠিক কত পরিমাণ লিচুর ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।
[ আরও খবরঃ করোনা আটকাতে মালদায় মহাযজ্ঞের আয়োজনে বিজেপি ]
প্রভাব পড়েছে ধান চাষেও। জানা গিয়েছে, প্রায় ২৫ হাজার হেক্টর জমির ধান এখনও জমিতে পড়ে রয়েছে। জেলার প্রায় ৩৩৫ হেক্টর এলাকায় ঝড়ের প্রভাব প্রভাব পড়েছে৷ একইভাবে প্রায় ৫০০ হেক্টর জমির সবজি চাষও ঝড়ের কবলে পড়েছে।
Comments