রাস্তা অবরোধ করে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 14, 2022
- 1 min read
আবাস যোজনার সার্ভে করতে গিয়ে প্রাণনাশের হুমকি মুখে পড়েছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী। বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই কর্মী, এমনই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার বুলবুলিমোড় এলাকায়।
এক বিক্ষোভকারী পর্ণা মৈত্র জানান, অঙ্গনওয়াড়ি কর্মী রেবা বিশ্বাসের শ্রদ্ধা জানাচ্ছেন তাঁরা। অঙ্গনওয়াড়ি কর্মীদের ওপর দিনের পর দিন কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। শিশু ও মায়ের পুষ্টির দিকে নজর দেওয়া তাঁদের প্রধান কাজ হলেও সেই কাজ থেকে যেন তাঁরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। কখনও বিএলও, কখনও আবাস যোজনার কাজ করানো হচ্ছে তাঁদের। বিগত দিনে রেশন কার্ডের কাজ করতে গিয়ে এক জনপ্রতিনিধির কাছে অপমানিত হয়ে হয়েছিল। তাঁকে ছাড়া নাকি এই কাজ করা যাবে না। আবাস যোজনার কাজ করতে গিয়েও অঙ্গনওয়াড়ি কর্মীদের সমস্যার মুখে পড়তে হবে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের আইসিডিএস কর্মী রেবা বিশ্বাস ইতিমধ্যে আত্মহত্যা করেছেন। হয়তো সকলকে সেই পথ বেছে নিতে হবে। কারণ, সকলেই নিজের পরিবারকে সুরক্ষিত দেখতে চান। প্রয়োজন সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী মিলিতভাবে আন্দোলনে নামবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments