লকডাউন লগ্নে বিয়ে, প্রীতিভোজের টাকায় দুঃস্থদের ত্রাণ বিলি
লকডাউনের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পুরাতন মালদার যুবক-যুবতি৷ নজিরবিহীন দৃষ্টান্ত রাখলেন তাঁরা। পরিবার পরিজনদের আমন্ত্রণ করিয়ে খাওয়ানোর বদলে দুঃস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিলি করলেন নব দম্পতি৷
পুরাতন মালদার সাহাপুরের ছাতিয়ান মোড়ে বসবাস অনিমা মণ্ডলের৷ লকডাউনের প্রথম দিকে তাঁর বিয়ে ঠিক হয়েছিল বামনগোলার পাকুয়ার দুর্লভ দাসের সঙ্গে৷ কিন্তু লকডাউন জারি থাকায় বিয়ে হয়ে ওঠেনি৷ অবশেষে গতকাল রাতে মুখে মাস্ক পরেই বিয়ের পিড়িতে বসেন অনিমা-দুর্লভ৷ গুটিকয়েক লোকজন নিয়েই শেষ হয় বিয়ের পর্ব৷ বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি আত্মীয়-পরিজনদের৷ পরিবর্তে স্থানীয় দুঃস্থদের ত্রাণ সামগ্রী বিলি করেন নব দম্পতি৷
[ আগের খবরঃ মাস্ক মুখে ছাঁদনাতলায় বর-কনে, সাক্ষী জনা আটেক ]
অনিমা মণ্ডল বলেন, নির্ধারিত তারিখে আমরা ভেবেছিলাম লকডাউন উঠে যাবে। কিন্তু এখনও বহাল রয়েছে। তাই দুপক্ষের সম্মতিতে গতকাল রাতে বিয়ের অনুষ্ঠান করে নেওয়া হয়৷ বিয়েতে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি৷ যেহেতু অনুষ্ঠান হচ্ছে না তাই আমরা সিদ্ধান্ত নিই, দুঃস্থদের ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী বিলি করার৷ সেই সিদ্ধান্ত অনুযায়ী চাল, ডাল, আলু, সয়াবিন ও সাবান দুঃস্থদের মধ্যে বিলি করেছি৷
[ আরও খবরঃ লকডাউনে চুরি যাচ্ছে শৈশব, ফেরি করে সংসারযাপন ]
টপিকঃ #Lockdown
Comments