আবাস যোজনায় কাটমানি রুখতে মাইকিং প্রশাসনের
আবাস যোজনায় দুর্নীতির গন্ধ হরিশ্চন্দ্রপুর ২ ব্লকেও। প্রকল্পের সুবিধে পেতে সাধারণ মানুষ যেন কাটমানি না দেন, তা নিয়ে সচেতনতা বাড়াতে ব্লক প্রশাসনের তরফে মাইকিংও শুরু করা হয়েছে।
মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এবার আবাস যোজনায় দুর্নীতিতে নাম জড়াল হরিশ্চন্দ্রপুর ২ ব্লকেরও। এই ব্লকের তৃণমূলের জনপ্রতিনিধির এক ঘনিষ্ঠ রেশন ডিলারের নাম আবাস যোজনার তালিকায় দেখা গিয়েছে। মালিওর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রামে ওই রেশন ডিলারের প্রাসাদপম বাড়ি রয়েছে৷ অর্থাৎ তিনি কোনোমতেই দরিদ্র নন। শুধু ওই রেশন ডিলার নন, পাকা বাড়ি, চার চাকা গাড়ি থাকা অনেক ব্যক্তির নামও ওই তালিকায় দেখা গিয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
বিষয়টি নজরে আসতেই সোমবার থেকে ব্লক প্রশাসনের তরফে মাইকিং শুরু করা হয়েছে। মাইকিং করে প্রশাসনের তরফে জানানো হচ্ছে, আবাস যোজনার ঘরের জন্য কেউ কাউকে টাকা দেবেন না। এই প্রকল্পে কেউ ঘরের জন্য টাকা চাইলে প্রশাসনের কাছে অভিযোগ জানান। যদিও এনিয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপসকুমার পাল সংবাদমাধ্যমের সামনে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়ালা জানান, আবাস যোজনার ঘর পাওয়ার জন্য যাতে কাউকে টাকা না দিতে হয়, সেটা প্রশাসনকে মাইকিং করে জানাতে হচ্ছে। প্রশাসনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন। তারপরও তালিকায় পাকা বাড়ি, গাড়ি থাকা তৃণমূল নেতাদের নাম দেখা যাচ্ছে। অথচ যাদের এই প্রকল্পের সুবিধে পাওয়ার কথা তাদের নাম কেটে দেওয়া হচ্ছে। এসব দুর্নীতির জন্যই কেন্দ্রীয় সরকার আবাস যোজনা আর ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা বন্ধ করেছিল৷ তবে প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários