top of page

নাবালিকা খুনে গ্রেফতার আরও এক

পুরাতন মালদায় নাবালিকাকে থেঁতলে খুনের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। মৃত নাবালিকার কাকার পর এবার গ্রেফতার করা হয়েছে কাকার জামাইবাবুকে। আদালতে যাওয়ার পথে নিজের অপরাধ স্বীকার করেছে ধৃত জামাইবাবুও। ধৃতকে আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে মাথা থেঁতলে খুন করা হয়। পরদিন সন্ধেয় নবম শ্রেণির ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে গতকাল ওই নাবালিকার কাকা জিতু মুর্মুকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ। ধৃতকে আদালতের মাধ্যমে জেরা করেই উঠে আসে জিতুর জামাইবাবুর নাম। এরপরেই গ্রেফতার করা হয় জুয়েল মার্ডিকে। ধৃতকে আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।



আদালতে যাওয়ার পথে নিজেদের অপরাধের কথা স্বীকার করে জুয়েল। সে জানায়, সেদিন দুজনেই প্রচণ্ড নেশা করে এই ঘটনা ঘটিয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Komen


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page