গুটকা বিরোধী অভিযান পুলিশের, ব্যবসায়ীদের জরিমানা হরিশ্চন্দ্রপুরে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 28, 2022
- 1 min read
হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বিভিন্ন গুটকা বিরোধী অভিযান চালাল হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। বেশ কয়েকটি দোকান থেকে প্রচুর গুটকা উদ্ধারের পাশাপাশি দোকানদারদের জরিমানা করে স্থানীয় পুলিশ প্রশাসন।
উল্লেখ্য, রাজ্য সরকারের নির্দেশে গুটকা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সেই নির্দেশিকার অংশ হিসেবে হরিশ্চন্দ্রপুরে এই অভিযান চালায় পুলিশ। পুলিশের এই অভিযানে ক্ষোভের সুর ধরা পড়েছে বিক্রেতাদের গলায়।
স্থানীয় এক পান ব্যবসায়ী উত্তম দাস জানান, লকডাউনে ব্যবসা বন্ধ ছিল। পুলিশ গুটকা বিক্রির জন্য আজকে ৩০০ টাকা জরিমানা করেছে। থানার সামনে অনেক দোকানে প্রকাশ্যে গুটকা বিক্রি হচ্ছে অথচ পুলিশ তা চোখে দেখতে পাচ্ছে না। সরকার কোম্পানিগুলোর থেকে মোটা টাকা নিয়ে তাদের লাইসেন্স দিচ্ছে। অথচ গরিব মানুষদের উপর সবার অত্যাচার। মনে করলাম, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা জমা দিলাম।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস বলেন, হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে এই ধরনের তল্লাশি অভিযান চলছে। রাজ্য সরকারের নির্দেশে গুটকা বিক্রি করা নিষিদ্ধ। ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
[ আরও খবরঃ ইংরেজবাজারে দশম শ্রেণির ছাত্রীকে হাত-মুখ বেঁধে ধর্ষণ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires