নিরাপত্তার দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে বণিকসভা
জেলা জুড়ে একের পর এক অপরাধমূলক কার্যকলাপে নিরাপত্তার অভাব বোধ করছেন ব্যবসায়ীরা। নিরাপত্তার দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে বণিকসভা। এনিয়ে গতকাল রাতে বণিকসভার সভাকক্ষে একটি বৈঠকের আয়োজন করা হয়।
মালদা মার্চেন্ট চেম্বার কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান, গত দু-তিন মাসের মধ্যে মালদা জেলায় একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটে চলেছে। পুলিশ প্রতিটি ঘটনায় কাউকে না কাউকে গ্রেফতার করছে, কিন্তু খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার হচ্ছে না। আমরা নিজেদের সামগ্রী ফেরত চাই। বাধ্য হয়ে আমরা সমস্ত ব্যবসায়ী সংগঠনকে নিয়ে বৈঠক করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি জেলার ১৮২টি ব্যবসায়ী সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তার দাবিতে স্মারকলিপি পাঠানো হবে। আগামী ১৫ জানুয়ারি থেকে জেলা ও ব্লক প্রশাসনের মাধ্যমে সেই স্মারকলিপি পাঠানো হবে। বেআইনিভাবে মাদক বিক্রি বন্ধ করা সহ যদি নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত না করা হয় তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments