ভিনরাজ্য থেকে আসা আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কারবারি গ্রেফতার
উন্নতমানের আগ্নেয়াস্ত্র সহ ঝাড়খণ্ডের এক কারবারিকে গ্রেফতার করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ। ধৃতকে আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃত কারবারির নাম সাত্তার শেখ (৪০)। বাড়ি ঝাড়খণ্ডের পিয়ারপুর থানার রাধানগর জেলার সাহেবগঞ্জে। গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশের অনুমান ধৃত ব্যক্তি ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মালদা জেলায় বিক্রি করতে এসেছিল। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ ত্রাণ আত্মসাতের অভিযোগে গণপিটুনি তৃণমূল নেতাকে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments