মানিকচক বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার ৪
মানিকচকের বালুটোলা এলাকায় বিস্ফোরণ কাণ্ডে চারজনকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে আড়াইটে নাগাদ মানিকচকের গোপালপুরের চণ্ডীপুর মাঠ এলাকায় বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মৃত্যু হয় মোট তিনজনের। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও তিনজন। ঘটনাস্থলে তদন্তে পৌঁছয় তদন্তকারী অফিসাররা। পুলিশি কুকুর নিয়ে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বোমা তৈরির বেশ কিছু সামগ্রী। গতকাল রাতে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম তৌকির আলিম, আসরাউল হক, মফিজুল শেখ, কালু শেখ ওরফে মফিজুল। ধৃতরা সকলেই মানিকচকের গোপালপুর এলাকার বাসিন্দা। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই বিস্ফোরণের সঙ্গে রাজনীতির যোগ রয়েছে। এর আগেও জমি নিয়ে বিবাদের জেরে শাসকদলের দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত হয়েছিল এই এলাকায়। তবে এনিয়ে পুলিশ প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commenti