জোড়া সাফল্য, গ্রেফতার বাইক চোর ও পেট্রোলপাম্প ডাকাতির পাণ্ডা
জোড়া সাফল্য পেল ইংরেজবাজার থানার পুলিশ। গতকাল রাতে বাংলাদেশ পাচারের আগেই চারটি চোরাই মোটরবাইক সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অন্যদিকে, পেট্রোলপাম্প ডাকাতির এক পাণ্ডাকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশের অন্য একটি দল। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গতকাল রাতে মহদীপুর এলাকায় হানা দিয়ে চারটি চোরাই মোটরবাইক সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সামসুদ্দিন শেখ (৩৫), আবু সাফিয়া (২০) ও রাহুল শেখ (২২)। ধৃতরা বৈষ্ণবনগরের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা উদ্ধার হওয়া চোরাই মোটরবাইক বাংলাদেশে পাচারের ছক কষেছিল।
[ আরও খবরঃ শিশুমৃত্যুতে গাফিলতির অভিযোগ ইংরেজবাজারে, বিক্ষোভ ]
উল্লেখ্য, গত পরশু গভীর রাতে ১০-১২ জনের একটি ডাকাত দল কাটাগর এলাকার একটি পেট্রোল পাম্প থেকে লক্ষাধিক টাকা লুঠ করে পালায়। সেই ঘটনার ২৪ ঘণ্টার আগেই পেট্রোল পাম্প ডাকাতির এক পাণ্ডাকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশের অন্য একটি দল। ধৃতের নাম গোকুল ঘোষ (৪০)। গোকুল ইংরেজবাজারের খাসিমারির বাসিন্দা। দুটি ঘটনায় ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments