Search
আফিমের রস সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 15, 2019
- 1 min read
Updated: Sep 24, 2020
গোপন সূত্রে খবর পেয়ে প্রায় দেড় কেজি আফিমের রস সহ তিন ব্যক্তিকে আটক করল কালিয়াচক থানার পুলিশ। ধৃত ব্যক্তিদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নাম শফিকুল শেখ (২১), সারিফুল শেখ (৫৪) ও সুলতান শেখ (৩৪)।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কালিয়াচকের মাস্টারপাড়ায় হানা দিয়ে দেড় কেজি আফিমের রস সহ তিন ব্যক্তিকে আটক করে কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিরা উদ্ধার হওয়া আফিমের রস বাইরে পাচারের চেষ্টা করছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
Kommentare