top of page

৩ কোটি ৩০ লক্ষ টাকার ব্রাউন শুগার উদ্ধার

দুটি পৃথক ঘটনায় ৩ কোটি ৩০ লক্ষ টাকার ব্রাউন শুগার সহ সাতজনকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ। ধৃতরা সকলেই কালিয়াচকের বাসিন্দা। মাদক উদ্ধারের ঘটনার সঙ্গে বারবার কালিয়াচকের নাম জড়িয়ে পরায় জেলা পুলিশমহলে একাধিক প্রশ্ন ঘুরছে।


জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মোজমপুর এলাকায় আবদুল করিম নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। ওই বাড়ি থেকে উদ্ধার হয় ২ কেজি ৯১৫ গ্রাম ব্রাউন শুগার, ৫ কেজি ৯৪৬ গ্রাম সোডিয়াম কার্বোনেট ও এক জার অ্যাসিটাল ক্লোরাইড। বাজেয়াপ্ত করা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা। ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের নাম আবদুর রহমান (৪২), শাহিদ শেখ (২৩), আবদুল আজিজ (২৮), শাহিদ শেখ (২৪), নাজিম আহমেদ (১৮) ও মহম্মদ রাসেল শেখ (১৮)। ধৃতরা সকলেই কালিয়াচকের মোজমপুর এলাকার বাসিন্দা।



অন্যদিকে, এসটিএফ সূত্রে খবর পেয়ে ক্রাইম মনিটরিং গ্রুপ ও ইংরেজবাজার থানার পুলিশ যৌথভাবে রথবাড়ি এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী এক মহিলার হেপাজত থেকে উদ্ধার হয় ৩১০ গ্রাম ব্রাউন শুগার। উদ্ধার হওয়া ব্রাউন শুগারের আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয় ওই মহিলাকে। ধৃত মহিলার নাম ববিতা মণ্ডল (৩৫)। বাড়ি কালিয়াচকের জালুয়াবাথাল এলাকার মল্লিকপাড়ায়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃত মহিলা উদ্ধার হওয়া ব্রাউন শুগার কালিয়াচকের জালালপুর এলাকা থেকে শিলিগুড়িতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।


বারবার মাদক কারবারের সঙ্গে কালিয়াচকের নাম জড়িয়ে পড়ায় পুলিশের একাংশের অনুমান, এই চক্রের অন্যতম পাণ্ডা ওই এলাকাতেই লুকিয়ে থাকতে পারে। ধৃতদের জেরা করে এই চক্রের মূল পাণ্ডাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page