সাড়ে চার কোটি টাকার ব্রাউন শুগার সহ ধৃত এক
ফের ব্রাউন শুগার উদ্ধার কালিয়াচকে। প্রায় সাড়ে চার কোটি টাকার ব্রাউন শুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে জেলা আদালতের মাধ্যমে পুলিশি হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী অফিসাররা।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে শাহবাজপুর গ্রামের বামুনটোলায় পুরোনো ইটভাটা সংলগ্ন একটি মাঠে হানা দেয় কালিয়াচক ও বৈষ্ণবনগর থানার পুলিশ বাহিনী৷ সেই মাঠেই ব্রাউন শুগার তৈরির কারখানা করেছিল স্থানীয় দুষ্কৃতীরা৷ পুলিশি হানাদারির সময় সেখানে ব্রাউন শুগার তৈরি হচ্ছিল৷ সেখান থেকেই বাজেয়াপ্ত হয় ৬ কিলো ৩৮৫ গ্রাম উন্নত মানের ব্রাউন শুগার৷ গ্রেফতার করা হয় সেলিম শেখ (৩৫) নামে এক কারবারিকে৷ ধৃতের বাড়ি গোপালপুর ভাগজান গ্রামে৷
উল্লেখ্য, গত কয়েকমাসে কালিয়াচকের বামুনটোলা এলাকা থেকে প্রচুর ব্রাউন শুগার ও কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ। কালিয়াচক মাদক কারবারের করিডর হয়ে উঠেছে বলেও মনে করছেন তদন্তকারী অফিসাররা। মূলত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে তারা কাঁচামাল আমদানি করে কালিয়াচকে ব্রাউন শুগার তৈরি করে বিভিন্ন এলাকায় পাচার চলছে।
পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, “কালিয়াচকের বামুনটোলা থেকে ৬ কিলো ৩৮৫ গ্রাম ব্রাউন শুগার সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এর আগেও বামুনটোলা এলাকা থেকে ব্রাউন শুগার উদ্ধার হয়েছে। মাদক কারবারের বিরুদ্ধে পুলিশি অভিযান জারি রয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios