Search
৪৮২ গ্রাম ব্রাউন শুগার সহ গ্রেফতার এক
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 28, 2020
- 1 min read
Updated: Sep 26, 2020
৪৮২ গ্রাম ব্রাউন শুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। কালিয়াচক ১ ব্লক অফিস এলাকা থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম আনিউল শেখ (২৮)। বাড়ি কালিয়াচকের ইমামজাগিরে। ধৃত ব্যক্তিকে আজ জেলা আদালতে পেশ করা হয়েছে।
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃতের হেপাজত থেকে ৪৮২ গ্রাম ব্রাউন সুগার, একটি মোটরবাইক ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য আজ পুলিশি হেপাজতের আবেদনে জেলা আদালতে পেশ করা হয়েছে।
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
Commentaires