top of page

৮০৫ গ্রাম ব্রাউন শুগার সহ গ্রেফতার যুবক

Updated: Sep 24, 2020

গোপনসূত্রে খবর পেয়ে ৮০৫ গ্রাম ব্রাউন শুগার সহ এক যুবককে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃত যুবককে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে।


Arrested youth with brown sugar

গতকাল রাতে কালিয়াচক থানার পুলিশের একটি দল নারায়ণপুর এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৪০২ ও ৪০৩ গ্রামের দুটি ব্রাউন শুগারের প্যাকেট। গ্রেফতার করা হয় ওই যুবককে।


কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে তথ্যের ভিত্তিতে হানা দিয়ে ফিরোজ শেখ (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের হেপাজত থেকে মোট ৮০৫ গ্রাম ব্রাউন শুগার উদ্ধার করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page