একগুচ্ছ দাবিতে কর্মবিরতি আশাকর্মীদের
একাধিক দাবি নিয়ে কর্মবিরতিতে সামিল হলেন আশাকর্মীরা। অবিলম্বে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে বলে দাবি করেছেন বিক্ষোভরত আশাকর্মীরা।
আজ দুপুরে চাঁচল স্টেডিয়াম মাঠ থেকে একটি মিছিল চাঁচল শহর পরিক্রমা করে চাঁচলে-১ নং ব্লক স্বাস্থ্য দফতরের সামনে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করে। আশাকর্মীদের পক্ষে মেহবুবা খাতুন বলেন, কর্মক্ষেত্রে তাঁরা দীর্ঘদিন লাঞ্ছনা, বঞ্চনা ও অত্যাচারের শিকার হয়ে আসছেন। সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, মাসিক ২১ হাজার টাকা বেতন সহ তাঁদের বেশ কিছু দাবি রয়েছে। অবিলম্বে তাঁদের দাবি পূরণ না হলে তাঁদের এই কর্মবিরতি চলতে থাকবে।
উল্লেখ্য, ৬ দিন আগে অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে দেওয়া, বেতন বৃদ্ধি, সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে মর্যাদা সহ তেরো দফা দাবিতে মুখ্যস্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন দেন আশাকর্মীরা। সেদিনই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আশাকর্মীরা।
[ আগের খবরঃ বকেয়া বেতনের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল আশাকর্মীরা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments