top of page

বিধায়কের গাড়িতে হামলার পর আক্রান্ত চালক

বিধায়কের গাড়ির ওপর হামলার অভিযোগ পর এবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত গাড়ির চালক। অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বিধায়কের গাড়ির চালককে একাধিক ছুরির কোপ মারা হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। যদিও এই ঘটনার সঙ্গে নিজের ওপর হামলার কোনও যোগ দেখতে পাচ্ছেন না মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র।


সপ্তাহ দুয়েক আগেই মানিকচক থেকে বাড়ি ফেরার পথে সাবিত্রী মিত্রের গাড়ির উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। এবার তাঁর গাড়ির অনুপ সাহার ওপর হামলার অভিযোগ। অনুপবাবু পুরাতন মালদার বাসিন্দা। জানা গিয়েছে, গতকাল অনুপবাবু ছুটি নিয়ে সপরিবারে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ভোর রাতে পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। নারায়ণপুর ব্লক অফিস সংলগ্ন এলাকায় কয়েকজন দুষ্কৃতিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এগিয়ে যান তিনি। অভিযোগ, সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গে কথা বলে ভিডিও রেকর্ডিং শুরু করতেই পিছন থেকে চাকু দিয়ে এলোপাতাড়ি কোপ মারা হয় অনুপবাবুকে। কোনোমতে সেখান থেকে পালান অনুপবাবু। পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে মৌলপুর গ্রামীণ হাসপাতাল পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর দেওয়া হয় পুলিশেও।


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

অনুপবাবু জানান, গতকাল বিয়ে বাড়ি থেকে সপরিবারে ফিরছিলাম। ব্লক অফিস সংলগ্ন এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখি। ওদের জেরা করে ভিডিও রেকর্ডিং অন করতেই পেছন থেকে আমাকে ছুরির কোপ মারা হয়। এলাকায় আমার কারো সঙ্গে কোনোরকম ঝামেলা নেই। কি কারণে আমার ওপর হামলা চালানো হয়েছে তা বুঝতে পারছি না।


সাবিত্রী মিত্র বলেন, গতকাল আমার গাড়ির চালক ছুটি নিয়েছিলেন। শুনতে পেলাম, রাতে ওনার উপর হামলা চালানো হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আমার গাড়িতে হামলা চালানোর ঘটনার কোনও যোগ নেই। কি কারণে এই ঘটনা ঘটল তা পুলিশি তদন্তে উঠে আসবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page