Search
অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের চেষ্টা, পুলিশের দ্বারস্থ গৃহবধূ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 30, 2023
- 1 min read
অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। প্রাণভয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ। স্বামী সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

বধূর অভিযোগ, বিয়ের সাত মাসের পর থেকেই তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতে থাকে। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তাঁকে ঠিকমতো খাওয়ার দেওয়া হয় না। কিন্তু তারপরেও সংসার না ছেড়ে যাওয়ায় গতকাল রাতে বালিশ চাপা দিয়ে প্রাণে মারার চেষ্টা করে। কিন্তু গৃহবধূ কোনোমতে ছাড়া পেয়ে যাওয়ায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করে শ্বশুরবাড়ির লোকজন। এমনকি গায়ে কেরোসিন ছুঁড়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়। কোনোমতে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসেন ওই গৃহবধূ। সকালে প্রতিবেশীদের সাহায্যে বাবার বাড়ির লোকদের সঙ্গে যোগাযোগ করেন গৃহবধূ। আজ স্বামী সহ পাঁচজনের নামে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।
শুধুমাত্র তাঁর সঙ্গে সংসার না করতে চাওয়ায় তাঁর ওপর অত্যাচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওই গৃহবধূ
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments