top of page

প্রধানের স্বামী সহ দুই ভাসুরকে খুনের চেষ্টার অভিযোগ

কংগ্রেসি প্রধানের স্বামী সহ দুই দেওরকে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে কালিয়াচকের সিলামপুর-২ গ্রামপঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ৷ লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি তৃণমূলের।


সিলামপুর-২ নম্বর গ্রামপঞ্চায়েতের প্রধান ফিরোজা বিবি৷ বাড়ি ওই এলাকারই শিমুলতলা গ্রামে। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচন থেকেই তাঁর সঙ্গে স্থানীয় কিছু তৃণমূল কর্মীর বিবাদ চলছিল৷ আজ সকাল সাড়ে সাতটা নাগাদ তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী ফিরোজা বিবির বাড়ির সামনে এসে গালাগালি করতে শুরু করে৷ ফিরোজা বিবির স্বামী মোহম্মদ নাসিরুদ্দিন প্রতিবাদ করতে গেলে ধারালো হাঁসুয়া চালিয়ে দেয় দুষ্কৃতীরা৷ নাসিরুদ্দিন সাহেবকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন নাসিরুদ্দিন সাহেবের দুই ভাইও। পরে গ্রামবাসীরা এগিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়৷



নাসিরুদ্দিন সাহেব জানান, আগে ওদের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল। গত পরশু ওরা নানাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে৷ সেই সময় পঞ্চায়েতের কাজে স্ত্রীর সঙ্গে কলকাতায় গিয়েছিলাম। গতকাল রাতেই বাড়ি ফিরে আসি। আজ সকালে ওরা বাড়ির সামনে গালাগালাজ করতে থাকে। গেট খুলতেই ওরা হাঁসুয়া চালিয়ে দেয়৷ মাথায় হাঁসুয়ার কোপ লাগে৷ দুই ভাই আমাকে বাঁচাতে আসলে তাঁদেরও মারধর করা হয়৷ যারা এই ঘটনা ঘটিয়েছে প্রত্যেকে তৃণমূল করে৷

কালিয়াচক-১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সারিউল শেখ জানান, এটা পারিবারিক বিষয়। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। আসলে লোকসভা নির্বাচনের আগে এসব করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা চালানো হচ্ছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page