টেট পরীক্ষার আগে মোবাইল-হেডফোন লুকোনোর চেষ্টা স্কুলে
টেট কেলেঙ্কারি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে আগামী রবিবার ফের টেট পরীক্ষা হতে চলেছে। তার আগেই পরীক্ষাকেন্দ্রে মোবাইল ও হেডফোন লুকোনোর চেষ্টার অভিযোগ। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে মালদা শহরের নিবেদিতা গার্লস হাইস্কুলে। এই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে।
জানা গিয়েছে, গতকাল বিকেলে কিছু বহিরাগত যুবক স্কুলে ঢুকে পড়ে। কয়েকজন স্কুলে টয়লেটের দিকে চলে যায়। স্কুল কর্তৃপক্ষের নজরে আসে, সানসেটের ওপর কিছু ছুঁড়ে ফেলা হচ্ছে। সানসেটে তল্লাশি চালিয়ে একটি কালো প্যাকেট থেকে উদ্ধার হয় একটি মোবাইল ফোন ও একটি হেডফোন। স্কুল কর্তৃপক্ষের অনুমান, আগামী টেট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কিংবা অসৎ উপায় অবলম্বন করতে মোবাইল ও হেডফোন রাখার চেষ্টা হচ্ছিল। এনিয়ে গতকালই ইংরেজবাজার থানায় ডায়ারি করেছে স্কুল কর্তৃপক্ষ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments