আমের পেটিতে মদ পাচারের চেষ্টা, ধৃত দুই
আমের পেটিতে লুকিয়ে মদের বোতল পাচারের আগেই দুই যুবককে গ্রেফতার করল মালদা জিআরপি। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে রেলওয়ে পুলিশ।
মালদা জিআরপির আইসি প্রশান্ত রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে পাটনা এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে আমের পেটি থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার হয়েছে। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম পঙ্কজ কুমার (১৮) এবং রোশন কুমার (১৯)। দুজনেরই বাড়ি বিহারের পাটনা এলাকায়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃত যুবক আমের পেটিতে লুকিয়ে উদ্ধার হওয়া মদের বোতলগুলি পাটনা নিয়ে যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
[ আরও খবরঃ ইংরেজবাজারে স্কুল বাস উলটে আহত বহু পড়ুয়া ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios