top of page

চাকরি পাইয়ে দিতে টাকা দাবি, তৃণমূল নেতার অডিও ক্লিপ ভাইরাল

চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূলের এসটি মোর্চার সভাপতির বিরুদ্ধে। তৃণমূল নেতার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আমাদের মালদা। অভিযোগ, সেই টাকা না দেওয়ায় যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও চাকরি মেলেনি এক আবেদনকারীর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।


হবিবপুরের পলাশবনা গ্রামের বাসিন্দা ললিত মাহাতোর অভিযোগ, সম্প্রতি আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরোয়। নিয়োগ হয় জেলা জুড়ে। ললিত মাহাতোর স্ত্রী জয়ন্তী মুর্মু সেই পদের জন্য আবেদন করেন। মৌখিক পরীক্ষার আগে চাকরি পাইয়ে দেওয়ার জন্য দেড় লক্ষ টাকা দাবি করেন জেলা তৃণমূলের এসটি মোর্চার সভাপতি চুনিয়া মুর্মু। সেই কথোপকথনের একটি অডিও ক্লিপও ভাইরাল হয়। তবে সেই ক্লিপের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সেই টাকা দিতে রাজি না হওয়ায় ললিতবাবুর স্ত্রীর চাকরি হয়নি বলেও অভিযোগ।


বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, তৃণমূল চাকরি দেওয়ার একটা কোম্পানি খুলেছে। শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত কিছুতেই চাকরি দেওয়াতে এই কোম্পানির স্টাফ হিসেবে কাজ করছে তৃণমূল নেতারা। তৃণমূলের মন্ত্রীদের নির্দেশে সব জায়গায় এইরকম টাকা তোলা হয়েছে।



রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ওই অডিও ক্লিপের আওয়াজ কার তা এখনও জানা যায়নি। তবে যদি দলের কারো সেই আওয়াজ হয় তবে দল ব্যবস্থা নেবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page