ইংরেজবাজারে চালু হল আজাদ হিন্দ ক্যানটিন
করোনা আবহে এবার দরিদ্র মানুষের পাশে দাঁড়াল ফরোয়ার্ড ব্লক। আজ মালদা শহরের সিঙ্গাতলা মোড়ে সংগঠনের পক্ষ থেকে আজাদ হিন্দ ক্যানটিনের আয়োজন করা হয়।
করোনা সংক্রমণে লাগাম টানতে কার্যত লকডাউনের পথে হেঁটেছে রাজ্য সরকার। দোকান খোলার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কার্যত লকডাউনে উপার্জন কমেছে দিন আনা দিন খাওয়া মানুষের। এই পরিস্থিতিতে দুস্থ মানুষের পাশে দাঁড়াল ফরোয়ার্ড ব্লক। আজ থেকে সংগঠনের কর্মীরা সিঙ্গাতলা মোড়ে আজাদ হিন্দ ক্যানটিন চালু করল।
ফরোয়ার্ড ব্লকের জেলা সম্পাদক শ্রীমন্ত মিত্র বলেন, আজাদ হিন্দ বাহিনীর কাছে এই মাস খুবই গুরুত্বপূর্ণ। মানুষের কাছে তা স্মরণ করিয়ে দিতে এবং বর্তমান পরিস্থিতি মাথায় রেখে আজ থেকে আমরা আজাদ হিন্দ ক্যানটিন শুরু করেছি। প্রথম দিনে শতাধিক দুস্থ মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়েছে। এই এলাকায় প্রচুর ডাক্তারের চেম্বার রয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে রোগীরা এখানে চিকিৎসা করাতে আসেন। তাঁদের কথা মাথায় রেখেই এই এলাকায় ক্যানটিনের আয়োজন করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments