রাস্তায় পড়ে মৃতদেহ, প্রতিবাদে অবরোধ স্থানীয়দের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 23, 2021
- 1 min read
ট্রাকের ধাক্কায় মৃত শ্রমিকের দেহ দীর্ঘক্ষণ ঘটনাস্থলে পড়ে থাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে রতুয়ার বালুপুর রাজ্যসড়কে। পরে অবরোধ তুলে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
মৃত শ্রমিকের নাম আব্দুর রাজ্জাক (৪২)। বাড়ি চাঁচল ২ ব্লকের বাল্লারঘাট এলাকায়। আব্দুর সাহেব পেশায় দিনমজুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গম তোলার জন্য আব্দুর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বালুপুর স্ট্যান্ডে সাইকেল নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে আব্দুরকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুরের। দীর্ঘক্ষণ ওই মৃতদেহ ঘটনাস্থলে পড়ে থাকার ফলে স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বালুপুর রাজ্যসড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়।
[ আরও খবরঃ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন! রণক্ষেত্র সাহাপুর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments