বেহাল বামনগোলা-গাজোল রাজ্য সড়ক, অবরোধ
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বামনগোলা-গাজোল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘণ্টা চারেক বিক্ষোভ চলার পরে পুলিশ ও বিডিও-র আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
বামনগোলা ব্লকের নিমডাঙ্গা শ্মশান থেকে মানালি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার মরশুমে রাস্তা দিয়ে চলাচল অসম্ভব হয়ে উঠেছে। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনও ফল মেলেনি। বাধ্য হয়ে আজ বামনগোলা ও গাজোল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বামনগোলা থানার পুলিশ ও বিডিও। পরে পুলিশ ও বিডিও-র আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার জল-কাদায় রাস্তাটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। রোগী থেকে শুরু করে সাধারণ মানুষকে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে। রাস্তাটি সংস্কারের জন্য ব্লক থেকে শুরু করে প্রশাসনকে লিখিতভাবে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু রাস্তা সংস্কার করা হয়নি। বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীরা পথ অবরোধ করেছেন।
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
Comentarios