top of page

আদালত চত্বর থেকে প্রহরীকে ধাক্কা মেরে পালাল বাংলাদেশি আসামী

শৌচালয়ে যাওয়ার নাম করে প্রহরীকে ধাক্কা মেরে পালাল বাংলাদেশি আসামী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা আদালতের ফাস্ট ট্র্যাক তৃতীয় কোর্ট চত্বরে। ঘটনার পরেই আদালত চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা।


পলাতক আসামীর নাম সফিকুল ইসলাম। ঘটনা প্রসঙ্গে এক আইনজীবী জানান, গত বছরের ২৩ জানুয়ারি সফিকুলকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ। সফিকুলের বিরুদ্ধে ডাকাতি ও ফরেনার অ্যাক্টে মামলা রুজু করা হয়েছিল। তবে ডাকাতির মামলা থেকে সফিকুল মুক্ত হয়ে গিয়েছিল। আজ এই মামলার সাজা ঘোষণার কথা ছিল। সফিকুলকে আদালত চত্বরে নিয়ে আসা হলে, সে শৌচালয় ব্যবহারের নাম করে নিরাপত্তারক্ষীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এখনও পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি। এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে, আদালত চত্বরে নিরাপত্তা যথেষ্ট অভাব রয়েছে। অবিলম্বে মালদা জেলা আদালত চত্বরে নিরাপত্তা কর্মীদের সংখ্যা বাড়ানো উচিত।


Bangladeshi-accused-escaped-by-pushing-guard-from-court-premises
ঘটনার পরেই আদালত চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page