top of page

গভীর রাতে গুলি চলল সীমান্তে, জখম বাংলাদেশি গোরু পাচারকারী

বিএসএফের গুলিতে জখম এক বাংলাদেশি পাচারকারী। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নাঙলডাঙ্গা ও ইটাঘাঁটি গ্রামের মধ্যবর্তী এলাকায়। বর্তমানে জখম বাংলাদেশি নাগরিক মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।


বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ পাচারকারীর নাম ইউসুফ আহমেদ (২৫)। বাড়ি বাংলাদেশের গোমস্তাপুর থানার রুকুন্দিপুর গ্রামে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাম পায়ে গুলি লেগেছে। বিএসএফের দাবি, বুধবার গভীর রাতে একদল পাচারকারী নাঙ্গলডাঙ্গা ও ইটাঘাঁটির মাঝের সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল। সেই সময় বিএসএফের ১৫৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করে। জওয়ান দেখে পাচারকারীদের একাংশ বিএসএফকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে। বিএসএফের পালটা গুলিতে এক পাচারকারী জখম হন। এরপরেই বাকি বাংলাদেশিরা পালিয়ে যায়। বিএসএফের জওয়ানরা বাংলাদেশিকে উদ্ধার করে বুলবুলচণ্ডী হাসপাতালে ভরতি করেন। পরে তাকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়।


Bangladeshi-cattle-trafficker-injured-in-BSF-firing
জখম বাংলাদেশি নাগরিক মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page