Search
ভারতে গোরু সংগ্রহ করতে এসে বাংলাদেশি পাচারকারী মৃত
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 15, 2020
- 1 min read
বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি গোরু পাচারকারীর৷ যদিও ঘটনা নিয়ে বিএসএফ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে রাজি হয়নি৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের আগ্রা-হরিশ্চন্দ্রপুর এলাকায়৷
জানা গিয়েছে, মৃত বাংলাদেশির নাম ইব্রাহিম শেখ৷ বাড়ি রাজশাহী জেলার পোরষা গ্রামে৷ ইব্রাহিম গোরু পাচারচক্রের সঙ্গে যুক্ত। গতকাল রাতে ভারতীয় ভূখণ্ড থেকে গোরু সংগ্রহ করতে এসেছিল সে। শেষ পর্যন্ত বিএসএফের গুলিতে মৃত্যু হয় তার।
[ আরও খবরঃ গৌড়ের পূণ্যভূমেও করোনার থাবা, এবছর বন্ধ রামকেলি মেলা ]
হবিবপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে কয়েকজন বাংলাদেশি গোরু পাচারকারী ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে৷ বিষয়টি নজরে আসতেই পাচারকারীদের ধাওয়া করে জওয়ানরা। পালটা হামলা করেন পাচারকারীরা। বাধ্য হয়ে গুলি চালাতে হয় জওয়ানদের। গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়। বিজিবি সেই মৃতদেহ উদ্ধার করেছে বলে জানা গেছে।
Comments